• December 24, 2024

রামগড় উপজেলা নির্বাহী অফিসার নেই দীর্ঘ দিন ধরে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী অফিসার নেই দীর্ঘ দিন ধরে। পদটি শুন্য থাকায় উপজেলার প্রশাসনিক গুরুত্বপূর্ণ কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।

জানা যায়, রামগড় সাবেক উপজেলা নির্বাহি অফিসার মো: আল-মামুন মিয়া উচ্চ শিক্ষা জনিত কারণে জাপানে গমন করায় গত ২২ জুলাই থেকে এ পদটি শূন্য রয়েছে। শূন্য পদে একজন ইউএনও কে রামগড়ে বদলি করা হলেও তিনি যোগদান করেননি বলে জানা যায়।

গত ১৯ আগষ্ট চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্রগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীকে রামগড় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হলেও তিনি যোগদান না করায় পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম মোর্শেদ উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত আড়াই মাস যাবত সাবেক মহকুমা শহর রামগড় উপজেলায় প্রশাসনিক উচ্চপদস্থ পদটি শূন্য থাকায় মাসিক আইনশৃঙ্খলা সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধান কল্পে কার্যকরী কোন পদক্ষেপ না নেয়া, গুচ্ছগ্রাম ভিত্তিক রেশন বরাদ্ধ দেরীতে হওয়ায় ভোগান্তিতে পড়ছে মানুষ। সমন্বয়হীনতা দেখা দিয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post