• December 23, 2024

রামগড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১

 রামগড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে রামগড় সরকারি উচ্চ বিদ‍্যালয়ের সংলগ্ন রামগড় ফেনী ঢাকা প্রধান সড়কে কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক চট্র মেট্রো অ-১১-০৯৬৩ ও হোন্ডা ফেনী হ- ১১-৬০৮৬ সামনা-সামনি ধাক্কায় ঘটনাস্থলে জাহিদের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলাম (৩০) রামগড় উপজেলার সোনাইআগা এলাকার মৃত মীর হোসেন এর ছেলে বলে জানাগেছে।

রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং রামগড় থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজু করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল রামগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ট্রাক চালক পলাতক রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post