• December 27, 2024

রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার রামগড় উপেেজলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোনের জোয়ানরা অভিযান চালিয়ে ৩টি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমান অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার এবং রবিবার ব্যাটালিয়ন অধিনস্ত হেয়াকো বিওপি এবং কয়লারমুখ চেকপোষ্ট হতে সুবেদার মোঃ আবুল কাশেম ও নায়েক সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে ৩টি কার্গো কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৪৩৯টি ফিটিং সিএনজি গ্যাস সিলিন্ডার, ২৬৬৮.৭৫ ইউনিট সিএনজি গ্যাস এবং ৩টি অতিরিক্ত চাকা জব্দ করে বিজিবি। ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পৃথক অভিযানে খাগড়াছড়ির রামগড়ে ১টি ট্রাকসহ ২২টি ভারতীয় টায়ার জব্দ করেছে বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগান বাজার বিওপি হতে নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড়-বারইয়ারহাট সড়কের সদু কারবারী পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ট্রাকসহ টায়ারগুলো জব্দ করে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ট্রাকসহ টায়ার ও গ্যাস সিলিন্ডারগুলো রামগড় কাস্টমস ও মিরসরাই কাস্টমসে জমা করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post