• December 22, 2024

রামগড়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

 রামগড়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি মঙ্গলবার বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। উক্ত খেলা রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভা:) আবদুল কাদের, রামগড় হাসপাতালের ডা:সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক শিক্ষিকা -উপজেলা ক্রীড়া কমিটির সদস্য ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post