• November 22, 2024

রামগড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সমম্বয় সভা

 রামগড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সমম্বয় সভা
রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: রামগড়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন এর সহযোগিতায় ও  উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির সঞ্চালনায় সমম্বয় সভায় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, পৌর মেয়র রফিকুল আলম, ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর, ১ ও ২ নং ইউপি চেয়ারম্যান শাহ্ আলম মজুমদার- মোঃ কাজী আলমগীর, সদ্য বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াছ।  এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় পৌর সভার কাউন্সিলর, ১ ও ২নং ইউপির জনপ্রতিনিধি সহ সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।
বক্তাগন বলেন,স্মার্ট জাতীয় পরিচয় পত্র কার্ডটি নাগরিকরা পেলে, তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্যের এই স্মার্ট কার্ড পরিচিতির গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে৷ অর্থাৎ নাগরিকরা নানা ধরনের কাজে এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন৷ যেমন- ড্রাইভিং লাইসেন্স, টিআইএন, পাসপোর্ট, চাকরির বিভিন্ন আবেদন, স্থাবর সম্পত্তি কেনাবেচা, বিয়ে রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংক ঋণ, শেয়ার-বিও অ্যাকাউন্ট, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিমানবন্দরে ‍আগমন ও বহির্গমন, বিমা স্কিম, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বিভিন্ন ধরনের ই-টিকিটিং, মোবাইল সংযোগ, হেল্থকার্ড, ই-ক্যাশসহ আরো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করা যাবে৷ মোট কথা, নাগরিকদের শনাক্তকরণের লক্ষে এই স্মার্ট কার্ডটি বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য- রামগড় উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি এপ্রিল মাসের ১১ থেকে ১৪ তারিখ ২নং পাতাছড়া ইউপিতে, ১৬ থেকে ১৯ তারিখ ১নং সদর ইউপিতে, ২১ থেকে ২৯ তারিখে রামগড় পৌরসভায় সর্বমোট- ৩৫ হাজার ছয়শত ৮৬টি স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post