লক্ষ্মীছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। উপলক্ষে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। ডা. আতাউর রহমান এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, উপজেল া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারি, থানা মসজিদের পেশ ইমাম মাও. আনোয়ার উল্লাহ, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন প্রমুখ।