লংগদুতে গাঁজা ও নেশাজাতীয় ঔষধসহ আটক ১
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: লংগদুউপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকা থেকে ১কেজি গাঁজা, নেশাজাতীয় বিভিন্ন ঔষধ, সিরিঞ্জসহ এক মহিলাকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাকে লংগদু থানায় সৌপর্দ করা হয়। আটককৃত মহিলার নাম জরিনা বেগম(৫০)। সে বাইট্টাপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
জোন সূত্র ও থানা সূত্র জানায়, লংগদু সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল দুপুর একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাইট্টাপাড়া এলাকায় বেসরকারী এনজিও সংস্থা আশা অফিসের পাশে মৃতঃ আব্দুল কুদ্দুছের বাড়ীতে তল্লাসী চালিয়ে থেকে ১কেজি গাঁজা, নেশাজাতীয় বিভিন্ন ঔষধ, সিরিঞ্জ উদ্ধার করেছে। মাদক দ্রব্য ব্যবসার দায়ে ওই বাড়ীর কর্তা মৃত কুদ্দুছের স্ত্রী জরিনা বেগম(৫০) আটক করা হয়।
লংগদু থানার এস আই মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত জরিনা বেগম গোপনে অনেক দিন ধরে এই নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে আসছিল। আটককৃতের মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার সকালে মাদক বিক্রেতা জরিনা বেগমকে কোর্টে চালান দেওয়া হয়েছে।