লংগদুতে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

পাহাড়ের আলো: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় গলাটা অবস্থায় পাহাড়ী যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
৩জুলাই রোববার আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড উল্টাছড়ি এলাকা নিজ বসত বাড়ি থেকে দেবদাশ চাকমার মেয়ে পেনছি চাকমা (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু মিত্র চাকমার তথ্য মতে, গত শুক্রবার মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, মেয়েটি স্থানীয় ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতেন। রবি বার সকালে ছেলে মেয়েরা পড়তে গেলে শিক্ষিকার এ অবস্থা দেখে এলাকাবাসীকে জানায়। তারপর এলাকাবাসী লংগদু থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে।