লক্ষীছড়িতে গ্রাহক সেবায় যুক্ত হলো ট্রাস্ট ব্যাংক এটিএম বুথ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় গ্রাহক সেবায় যুক্ত হলো ট্রাস্ট ব্যাংক এটিএম বুথ এর টাকা উত্তোলন কার্যক্রম।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার  জোন সদর ক্যান্টিন সংলগ্ন নতুন ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন, লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। এসময় উপস্থিত ছিলেন, নবনির্মিত ট্রাস্ট ব্যাংক, খাগড়াছড়ি ব্রাঞ্চের ট্রাস্ট ব্যাংক সহকারী ম্যানেজার সেলিম জাহান ও ক্যাশ ইনচার্জ মোঃ মিনহাজ উদ্দিনসহ সেনা অফিসারবৃন্দ এবং  স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি ব্রাঞ্চের ট্রাস্ট ব্যাংক সহকারী ম্যানেজার সেলিম জাহান জানান, এই বুথ থেকে গ্রাহরা ২০হাজার টাকা করে ৪বার এক লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। প্রাথমিক পর্যায় শুধু গ্রাহকরা শুধু উত্তোলন সুবিধা পাবেন এবং পরবর্তিতে জমা করার প্রক্রিয়াও চালু করা যাবে। তবে ব্যবসায়ীরা জমা ও উৃওত্তালনের পরিমাণ বৃদ্ধির দাবি করেন।

লক্ষীছড়ি উপজেলায় ট্রাস্ট ব্যাংক এটিএম বুথ চালু হওয়ার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তির সেবায় একধাপ এগিয়ে গেলো লক্ষ্মীছড়িবাসী। উপস্থিত ব্যবসায়ী গ্রাহকরা লক্ষ্মীছড়িতে এ সেবা চালু করার পেছনে বাংলাদেশ সেনাবাহিনী তথা জোন কমান্ডারের  অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।