স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্গম প্রত্যন্ত কালাপাহাড় পাদদেশে অবস্থিত শুকনাছড়ি (ইন্দ্রসিং কার্বারি পাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গেলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ।
লক্ষ্মীছড়ির ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্র রয়েছে যেখানে নির্বাচনী সামগ্রী নিতে হয় হেলিকপ্টারে। তার মধ্যে শুকনাছড়ি একটি। পুরোটাই পাঁয়ে হাঁটার রাস্তা। ১৭ জুনয়ারি সকালে সরজমিনে কেন্দ্রটি দেখতে ইউএনও যাত্রা শুরু করেন উদ্দেশ্য শুকনাছড়ি ভোট কেন্দ্র। সফরসঙ্গি ছিলেন, মাটিরঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, মানিকছড়ি সার্কেল সহকারি পুলিশ সুপার অমিত কুমার দাশ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমাসহ হেডম্যান জনপ্রতিনিধি ও গণ্যমান্য অন্তত ১৫জনের একটি টীম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত বিষয়াদি নজরে আনার পাশাপাশি ভোট গ্রহণকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এর আগে তিনি লক্ষ্মীছড়ি সদরে অবস্থিত সব ক’টি ভোট কেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের মুক্তাছড়ি, বর্মাছড়ি ও কুতুবছড়ি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।