স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে সার বীজ বিতরণ করা হয়েছে। ২ নভেম্বর সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন।
জানান যায়, ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য বিভিন্ন প্রকারের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করার উদ্যোগ নেয় সরকার।
এক্ষেত্রে বসতবাড়িতে চাষের জন্যে ৯০ জন কৃষককে ৭ প্রকারের সব্জির বীজ এবং মাঠে চাষযোগ্য সবজি বীজ হিসেবে ২০ জনকে লাউবীজ ও ৪০ জনকে শসা বীজ বীজ ৪০ জনকে বেগুন বীজ এবং ৪০ জনকে মিষ্টি কুমড়া বীজ ও ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে প্রাপ্ত হবেন।