স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিনি হলরুমে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যসিলিটেটর”(UBEF ) সুজাত চাকমা ও চিংথোয়াই মারমা। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ
প্রকল্পটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও সহনশীল উন্নয়ন (BERCR) কর্মসূচির অংশ, যা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস বিষয়ক মন্ত্রণালয়-এর একটি চলমান উদ্যোগ। এ প্রকল্পটি খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিগন।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদকে সভাপতি ও জালিয়াপাড়া বনরেঞ্জ কর্মকর্তা মো: জাহাঙ্গির আলমকে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ বলেন, এই এলাকায় পর্যটন করার প্রচুর সম্ভাবনা রয়েছে। পরিবেশকে সমুন্নত রেখে বিভিন্ন প্রজাতীর গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। প্রাণীর নিজের খাবার উপযোগি পরিবেশ খোঁজে। সব প্রাণী সব জায়গায় বসবাস করতে পারে না। তাই জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়েং আসতে হবে।