স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বছরের প্রথম দিন নতুন বই পেলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি মডেলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী মাদ্রাসা, লক্ষ্মীছড়ি কেজি স্কুল ও লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে খুশিতে উল্লাস প্রকাশ করে ছাত্র- ছাত্রীরা। অনেক বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে।