লক্ষ্মীছড়িতে বৈসাবি ও বর্ষবরণ উদযাপন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পার্বত্য বাসীর ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সামাজিক উৎসব ও বর্ষবরণ উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। এছাড়াও উপজেলার চেয়ারম্যান বাবুল চৌধুরী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সব শেষ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে ১২ – ১৩ এপ্রিল বৈসাবি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পাড়ায় পাড়ায় চলে নানা অনুষ্ঠান।