• December 22, 2024

লক্ষ্মীছড়িতে মহান বিজয় দিবস পালিত

 লক্ষ্মীছড়িতে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটির নানা কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরতেই ৩১বার তোপদ্ধনি, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগিত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সবশেষ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, লক্ষ্মীছড়ি থানা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা হিসেবে পুরস্কার তুলে দেন।

এ সময় থানার অফিসার ইনচার্জ মু, খালেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: বিলাস, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে সন্ধায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও অতিথি শিল্পীরা সংগিত পরিবেশন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply