স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ চেয়ারম্যান, ম্রাসাথোয়াই মারমা। বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর উপজেলা শাখার সভাপতি অংগ্য প্রু মারমান সভাপতিত্বে পাইচাউ মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুধাঅং মারমা, লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।স্বাগত বক্তব্য রাখেন চাইলাপ্রু মেম্বার। আরো বক্তব্য রাখেনডলিপ্রু মারমা অয়ক্রইপ্রু মারমা,খিলুঅং মারমা, চিনিঅং মারমা প্রমুখ।
এছাড়াও বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর পানছড়ি সভাপতি, সুইলাপ্রু মারমা, বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা,বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর জেলা কমিটির সহ সম্পাদক অংলা মারমা, মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী চাইঞাং মারমা, বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইলাপ্রু মারমা, বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর জেলা কমিটির মানিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক, আমে মারমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন, মারমা জাতিগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে অংগ্য প্রু মারমা সভাপতি, পাইচাউ মারমা সাধারণ সম্পাদক ও উথোয়াইচিং মারমা (উত্তম)কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের মারমা ঐক্য পরিষদ এর লক্ষ।মীছড়ি উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। একই সাথে বিনুরানী চৌধুরী সভানেত্রী, ডলিপ্রু মারমা সাধারণ সম্পাদক ও থুইক্রাজাই মারমাকে সাংগঠনি সম্পাদক করে ৮১ বাংলাদেশ মার মা মহিলা ঐক্য পরিষদ এর লক্ষ্মীছড়ি শাখার কমিটি ঘোষণা করা হয়।