স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মহিলাদলের সাথে বৈঠক ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা খাগড়াছড়ি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সহধর্মীনী জাকিয়া জিনাত বিথি।
২১ জানুয়ারি বুধবার লক্ষ্মীছড়ি উপজেলায় আগমন উপলক্ষে লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি জাকিয়া জিনাত বিথি বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন এবং গরীব অসহায়দের মাঝে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: মোবারক হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজেত অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বিথি। এছাড়াও ময়ূরখীল এলাকা ও মগাইছড়ি এলাকায় মহিলাদলের সাধে বৈঠক করার পাশপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজেত অংশ নে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেবরানী চাকমা, জেলা মহিলাদলের সভানেত্রী কোহেলী দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, সহ-সভাপতি মো: দেলোার হোসেন ফরাজি, সাংগঠনিক সম্পাদক মো: শামসুল ইসলাম, মো: রেজাউল ইসলাম, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, উপজেলা মহিলাদলের সভানেত্রী আলেয়া বেগম, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মনি, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবকুল আহমেদ, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক মো: রিয়াজ, মাসুদা আক্তার, হাবিবা ও হনুফা বেগম প্রমুখ।
বক্তারা এসময় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্ধের খবরে শুকরয়িা আদায় করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন উৎসব মুখর পরিবেশে ১৮ বছরের ভোট না দিতে পারার দু:খ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের কান্ডারি পাহাড়ি-বাঙ্গালি সকলের প্রিয় মানুষ ওয়াদুদ ভূইয়া বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।