• December 27, 2024

লক্ষ্মীছড়ি ও গুইমারায় পার্বত্য নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া লক্ষ্মীছড়ি ও গুইমারায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) বিভিন্ন এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, লক্ষ্মীছড়ি সদর, ময়ূরখীল, মেজর পাড়া, মুসলিম পাড়া ও মগাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম ও দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন প্রমুখ।

এদিকে গুইমারা উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও ঘুরে ঘুরে করোনা ভাইরাসে গৃহবন্দী শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্যরা। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানানো হয়।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post