লক্ষ্মীছড়িতে ইউনিসেফ’র উদ্যোগে দিন ব্যাপি কর্মশালা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড(পাচউবো) কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৪এপ্রিল বৃহস্পতিবার উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। উপজেলা পর্যায়ে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ’র লক্ষ্মীছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার শিবেন তালুকদার।
বাল্যবিবাহ রোধ, ঝড়ে পরার কুফল, এইড্স থেকে রক্ষা, সরকারের নানা উদ্যোগ, সচেতনতামূলক বার্তা সাধারণ জনগনের মাঝে পৌছে দেয়ার নানা মাধ্যম অবহিত করাই ছিল এ কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য। কর্মশালায়, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, এনজিও কর্মী, সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। প্রেজেন্টারের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করা হয়।