লক্ষ্মীছড়িতে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১৬
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ১টি কেন্দ্রে শুরু হয়েছে।
১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় লক্ষ্মীছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে শুরু হয়েছে। এবার মোট পরীক্ষার্থী অংশ নেয় ৩৯৬জন। এর মধ্যে ১৬১জন এবং ছাত্রী ২৩৫জন। অনুপস্থিত শিক্ষার্থী ১৬জন। এবারই প্রথমবারের মত বাংলা দ্বিতীয় পত্র থাকছে না। ফলে প্রথম দিন কিছুটা চাপে পরে শিক্ষার্থীরা। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল কেন্দ্র পরিদর্শন করেন।
হল সুপার জাহিদুল ইসলাম সরদার জানান, পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে। অনিয়মিত শিক্ষার্থী রয়েছে ৫জন। তবে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, অনপুস্থিত শিক্ষার্থীদের বিষয়ে পরে খোঁজ নেয়া হবে। কেনো তারা পরীক্ষা দিচ্ছে না তাৎক্ষনিক বলা সম্ভব নয় বলে তিনি জানান।