• December 27, 2024

লক্ষ্মীছড়িতে পিএসসি পরীক্ষার্থী ৮৪৬জন, অনুপস্থিত ১০২জন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলায় সারা দেশের মতো ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪টি কেন্দ্রে ৮৪৬জন শিক্ষার্থীর প্রাথমিকি স্কুল সার্টিফিকেট (পিএসসি) সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১০২জন। অনুপস্থিতির হার এনজিও পরিচালিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ স্কুল ও ব্র্যাক’র বলে জানা গেছে।

১৮ নভেম্বর রবিবার থেকে থেকে ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। সকালে দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে জানা যায়, পরীক্ষায় অংশ নিয়েছে ৩০১জন শিক্ষার্থী। অনুপস্থিত ৩৯জন। তার মধ্যে ব্র্যাক ও আনন্দ স্কুলের অনুপস্থিত ছিল ৩৩জন। এদিকে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবারই প্রথম ১০জন শিক্ষার্থী ইবতেদায়ীপরীক্ষায় অংশ নিয়েছে।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post