• December 22, 2024

লক্ষ্মীছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মিন্টু মারমা, মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায়  উপজেলা সদর এলাকায় দুস্থ্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো. মিজানুর রহমান মিজান এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় মেজর মেহেদি মল্লিক, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, থানা অফির্সাস ইনচার্স (ওসি) আব্দুল জব্বার, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল কালাম, লক্ষীছড়ি ইউনিটের যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান তালাত মাহমুদ শিশির, মানিকছড়ি ইউনিটের যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে জোন কমান্ডার লে: কর্ণেল মো. মিজানুর রহমান মিজান,পিএসসি,জি লক্ষ্মীছড়ি নুরাণী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post