• April 17, 2025

লক্ষ্মীছড়িতে লাশ উদ্ধার’র ঘটনায় থানায় মামলা, আটক এক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আহম্মদ আলী(৪৮), পিতা-মৃত আরশাদ আলী নামে এক তরকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ছেলে মো: আল আমিন বাদী হয়ে অভিযোগ করলে পুলিশ হত্যা মামলা রুজু করে। এ ঘটনায় আটক হয়েছে এক নারী। ৮ মে শুক্রবার সকালে ময়ূরখীল এলাকায় মো: ফিরোজের আম বাগানে লাশ পাওয়া যায়। স্বজনদের অভিযোগ আম বাগানে গরু খোঁজতে গেলে পরিকল্পিতভাবে পিটিয়ে মেরে লাশ গুম করার চেষ্টা করে।

নিহতের মেয়ের জামাই মো: সোলেয়মান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গতাল সন্ধ্যায় আহম্মদ গরু খোঁজ ফিরোজের আম বাগানে যায়। এর পর সে রাতে বাড়ি ফিরে নি। সকালে আমি শশুরকে খোঁজতে বের হই। বাগানের ভেতরে ঢুকেই দেখি ফিরোজ ও তার স্ত্রী আলেয়া বেগম আমার জামাইকে টেনে পাহাড়ের ঢালুতে ফেলে দেয়ার সময় আমি দেখে চিৎকার দেই এসময় ফিরোজ পালিয়ে যায়। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

একই এলাকার মো: জাফর বলেন, এই আম বাগানকে ঘিরে ইতিপুর্বে বেশ কয়েকটি ছাগল মারার ঘটনা ঘটেছে। এই বাগানে অবৈধভাবে বিদ্যুতের লাইন দিয়ে আর্থিং এর লাইন লাগিয়ে মানুষ মারাসহ নানা জীবজন্তু হত্যা করছে।

স্থানীয় মেম্বার নিহতে চাচা শশুর রেজাউল করিম বলেন, সীমানা নিয়ে বিরোধ আছে। পূর্বশত্রুতার জের ধরেই আমার ভাতিজি জামাইকে হত্যা করেছে এবং হত্যার পর বিদ্যুতের তারে জড়িয়ে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ফিরোজের স্ত্রী আলেয়া বেগম বলেন, আমরা কেনো আহম্মদকে মারতে যাবো। কিভাবে আম বাগানে মারা গেলে তা তিনি জানেনা বলে জানান। তবে এ ঘটনার পর ফিরোজ পলাতক রয়েছে।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শোনার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের ছেলে মো: আল আমিন মো: ফিরোজ ও তাঁর স্ত্রী আলেয়া বেগমকে আসামী করে মামলা করেছে। মামলা নাম্বার ০১. তাং ৮.৫.২০২০ইং ৩০২/৩৪ বা:দ:বি:। ফিরোজের স্ত্রী আলেয়া বেগম থানায় আটক আছে। এস আই জসিম উদ্দিন তদন্ত অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান ওসি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post