লক্ষ্মীছড়িতে লিন প্রকল্পের আওতায় বার্ষিক কর্মপরিকল্পনা পুষ্টিবিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্পের আওতায় বার্ষিক পরিকল্পনা পুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার দিন ব্যাপি লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন লিন প্রকল্পের খাগড়াছড়ি জেলা সমন্বয়ত হ্যাপি দেওয়ান। অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় ইউনিয়ন পরিষদের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেটে পুষ্টি বিষয় বিভিন্ন প্রকল্প অগ্রাধীকারের ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রস্তাবনা ও সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরে মানুষের শরীরের অতিগুরুত্বপূর্ণ এই পুষ্টি সংক্রান্ত প্রকল্প অর্ন্তভূক্তি করতে কিভাবে পদক্ষেপ নেয়া যায় তার উপর বিস্তারিত আলোচনা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post