• December 26, 2024

লক্ষ্মীছড়ির মরাঙ্গেী জুনিয়র হাইস্কুলে বিদায়, বরণ ও অভিভাবক সমাবেশ

মোবারক হোসেন: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মরাচেঙ্গী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।

৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাপঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাজেন্দ্র চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সুবাস চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চাকমা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রীতিময় চাকমা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী কেরলিনা চাকমা এবং নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী জাকি চাকমা।

পরে প্রধান অতিথির হাত দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ পত্র গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, মাথা ঠান্ডা করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসতে হবে। নকল করার কোনো সুযোগ নেই, আর নকল করে পাশ করলেও ভবিষ্যতে কর্ম জীবনে এই পাশের কোনো মূল্য নেই। যথাসময়ে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে উল্লেখ করে ভালো ফলাফল বয়ে নিয়ে এসে বিদ্যালয় মা-বাবার মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশাই করেন তিনি।

উল্লেখ্য ২০১৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে ২০১৪সালে ৬৭জন শিক্ষার্থী নিয়ে মরাচেঙ্গী জুনিয়র হাই স্কুলের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। চলতি বছর পুরাতন ৩জন সহ মোট ৩৪ পরীক্ষার্থী লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post