• December 27, 2024

লামায় নতুন বই’র গন্ধে উৎফুল্ল কোমল মতি শিক্ষার্থীরা

লামা (বান্দরবান) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনেই লামার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই’র গন্ধে উৎফুল্ল হয়ে উঠেছে কোমল মতি শিক্ষার্থীরা।
সূত্র জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক গতকাল মঙ্গলবার সকালে ৯টা থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় এক যোগে ছাত্র-ছাত্রীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেয়া হয়।

লামা পৌরসভার লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদাসা, নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হলি চাইল্ড পাবলিক স্কুলসহ উপজেলার ১১০ টি প্রথমিক বিদ্যালয়, ২৯ টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এবং বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে এ দিন নতুন বই বিতরণ করা হয়।

এসকল বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর হমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সহকারি শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার মহাজনসহ প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post