লামায় বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সড়কের ব্যাপক ক্ষতি
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ী ঢলে আভ্যান্তরীণ সড়কে ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে সরই, রুপসীপাড়া, ফাশিয়াখালী, ফাইতং, আজিজনগর ও গজালিযা ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, লামা-সরই-লোহাগাড়া সড়কের ব্রীজ, কালভার্ট ও সড়কের বহু জায়গা ভেঙ্গে গেছে। এ কারণে এলাকাবাসী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে এসব সড়কে যাতায়াত করছেন।
অনুরুপভাবে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা জানান, উপজেলার সর্বাধিক ব্যস্ততম রুপসীপাড়া সড়কটি ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষত-বিক্ষত হয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। একইভাবে ফাশিয়াখালী ইউপির বগাইছড়ি সড়ক, সাপেরগাড়া সড়ক, বনহুর সড়ক ও গুলিস্তান বাজার সড়ক, ফাইতং ইউনিয়নের বানিয়ারছরা সড়ক, সুতাবাদীপাড়া সড়ক, আজিজনগর ইউনিয়নের মুসলিমপাড়া সড়ক, তেলুনিয়া সড়ক, পূর্বচাম্বীপাড়া সড়ক ও গজালিয়া ইউনিয়নের ডিসিরোড সড়ক, চিন্তাবাপাড়া সড়ক ও বাইশপাড়ি সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় যোগাযোগে বিপর্যয় নেমে এসছে বলে ইউপি চেয়ারম্যানগণ জানান।
উপর্যুপরি ভারী বৃষ্টির সৃষ্ট পাহাড়ী ঢলে আভ্যান্তরীণ যোগাযোগ বিপর্যস্থ হওয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। প্রাক্ষলিত বরাদ্ধ পাওয়া সাপেক্ষে এ সব সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন তৎপরতা শুরু করবেন ।