লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঝাটকা ইলিশ জব্দ
লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় ৪৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে লামা বাজারে অভিযান চালিয়ে এসয ঝাটকা ইলিশ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ৪৫ কেজি ঝাটকা এতিমখানায় দেয়ার নির্দেশ দেনা ভ্রাম্যমান আদালত।
সুত্র জানায়,উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে লামা বাজারে সায়েদ ইকবাল (সহকারী কমিশনার ,ভূমি)¡ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিক্রিকালে প্রায় ৪৫কেজি ঝাটকা ইলিশ জব্দ করেন তিনি।পরে বাজারের সকল মাছ ব্যবসায়ীদেরকে জাটকা ক্রয়-বিক্রয় সম্পর্কে জনসচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়। লামা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজু জানান, স্থানীয় বিভিন্ন এতিমখানায় জব্দকৃত ঝাটকা ইলিশ দেওয়া হয়েছে।