• December 24, 2024

শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা’র আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল

 শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা’র আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.), শাহানশাহ্ হক ভান্ডারী (কাঃ) এর চঁন্দ্র বার্ষিকী ও ফাতেমা-ই-ইয়াজদাহম উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা এলাকায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ্ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা’র ৬ষ্ঠ তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বাদ আছর হতে শাহানশাহ্ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার মাঠে প্রতিষ্ঠানটির পরিচালক মাস্টার মো. মনির হোসেনের পরিচালনায় এবং সদর (১নং মানিকছড়ি) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মানিকছড়ি উপজেলার সকল শাখাসমূহের সার্বিক ব্যবস্থাপনায় ও শাহানশাহ্ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা এবং গোরখানা জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মাহফিলে প্রধান আলোচক ছিলেম চট্টগ্রামের বোয়ালখালী গোমদন্ডী দরবার শরীফের সাজ্জাদানশীল হযরতুলহাজ্জ্ব আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, এতে বিশেষ আলোচক ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের বায়েজিদ শান্তিনগর শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুজিবুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. লোকমান হোসেন ফকির, উপজেলা আহলে মো. রবিউল হোসেন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post