• September 22, 2024

সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়িতে বিশেষ সভা

 সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়িতে বিশেষ সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি শহরে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে বাঙ্গালি  এক যুবককে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা পরিস্থিতি উত্তরণে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সম্প্রীতির সহাবস্থান বজায় রাখতে সকলকে শান্ত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভারিক রাখতে প্রশাসককে সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী সন্ত্রাস বন্ধে অভিযান পরিচালনার দাবী জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছীড় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে এক বাঙালি যুবককে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে সন্ত্রাসীরা হামলা চালালে পুরো জেলায় উত্তাপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেনাবাহিনীর উপরও পাল্টা গুলি চালায় সন্ত্রাসীরা। সহিংসতায় খাগড়াছড়ি জেলা সদরে ২ জন ও দীঘিনালায় ১ জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে শনিবার  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী খাগড়াছড়ি সফর করার কথা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply