• July 7, 2025

সাজেকে বাবুধন চাকমার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 সাজেকে বাবুধন চাকমার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি:-

ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (মূল) সমর্থিত সন্ত্রাসী বাবুধন চাকমার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা বলেন, বাবুধন চাকমা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। স্থানীয়দের অস্ত্রের মুখে মিছিল-সমাবেশে বাধ্য করছেন তিনি।

তারা অভিযোগ করেন, প্রশাসনকে তুচ্ছজ্ঞান করে বাবুধন প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘আমার দলের সশস্ত্র সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে, কেউ আমার কিছু করতে পারবে না।’

এলাকাবাসী জানান, দ্রুত ব্যবস্থা না নিলে সাজেক থানা ও বাঘাইহাট জোন ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post