সাবকে ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের ইন্তেকাল
রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশে স্বনির্ভর আন্দোলনের অন্যতম রূপকার, রাঙ্গুনিয়ায় বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম সংগঠক, জাতীয় পদক ও মানবাধিকার পুরস্কারপ্রাপ্ত ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের সপ্তমবারের সফল চেয়ারম্যান, ইসলামাবাদ মাতব্বর বাড়ী জামে মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্ব নূরুল ইসলাম (৭২) গতকাল রবিবার দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্না…… রাজিউন।
তিনি একমাত্র পুত্র, ৫ কন্যা, বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে ইশা চান্দগাঁও আবাসিক জামে মসজিদ ময়দানে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকাল ৪ টায় রাঙ্গুনিয়া মজুমদারখিল উচ্চ বিদ্যালয় ময়দানে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে এবং ইসলামাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।