সিঙ্গিনালা মহাম্রেমেুনি বৌদ্ধ বিহারের প্রয়াত বিহারাধ্যক্ষ অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের প্রস্তুতি
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা (ভুইগ্রীতং) মহাম্রেমেুনি বৌদ্ধ বিহারের প্রয়াত বিহারাধ্যক্ষ ও খাগড়াছড়ি সাস্না রাক্ষিতা ভিক্ষু সংঘের সংঘরাজ, আজীবন ব্রহ্মচারী শ্রীমৎ উ: পেন্ডিতা মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে সিঙ্গিনালা (ভুইগ্রীতং) মহা¤্রমেুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও এলাকার দায়ক দায়িকাবৃন্দ। আগামী ২০১৯ সালের ৮ মার্চ বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রথনৃত্য (ছোয়েং নৃত্য) ও আতশবাজি ফাটিয়ে মহাধুমধামের মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের আয়োজন করা হয়েছে বলে জানান বিহার পরিচালনা কমিটির সভাপতি মংমং মারমা। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও বিদেশ থেকে স্বনামধন্য ব্যক্তিসহ কমপক্ষে ১০ হাজারের অধিক প্রয়াতের ভক্ত ও শুভাকাঙ্খির সমাগম হওয়ার আশা প্রকাশ করেন।
বিহার পরিচালনা কমিটির সদস্য মংসুইনু চৌধুরী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজীবন ব্রহ্মচারী প্রয়াত উ: পেন্ডিতা মহাথের ১ শত বছর বয়সে জরা-গ্রস্থ রোগে আক্রান্ত হয়ে গত ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ইহজীবন ত্যাগ করে পরলোকগত হন। ২২ বছর বয়সে তিনি সাধারণ জীবন ত্যাগ করে বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থেরবাদী বৌদ্ধ আদর্শে প্রব্রজ্যা গ্রহন করে ভিক্ষুত্ব জীবন যাপন শুরু করেন। তাঁর এ দীর্ঘ ৭৮ বছর (৭৮ বর্ষাবাস) প্রব্রজ্যা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত প্রচুর শিষ্য, ভক্ত ও শুভাকাঙ্খি রেখে যান।