সিন্দুকছড়িতে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত

 সিন্দুকছড়িতে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত
বিএম.বাশার: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ৮ই মার্চ প্রকল্প সমন্বয়কারী গীতিকা ত্রিপুরার সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই পদিপাদ বিষয়ের আলোকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউট মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্দ্যেগে সামাজিক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্টান করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী কর্মকর্তা,শেফালীকা ত্রিপুরা।এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান, উশ্যেপ্রু মারমা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান, রেদাক মারমা। সভা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মাঠ কর্মকর্তা পাইসাউ মারমা।
এসময় আলোচনায় ইউপি চেয়ারম্যান রেদাক মারমা বলেন, নারীরা বিভিন্ন জায়গায় অন্যায়ের শিকার হচ্ছেন এগুলো রুখতে হবে। সোজা হয়ে দাঁড়াতে শিখতে হবে। লেখাপড়া পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। দেশের অসংখ্য নারী উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এগিয়ে আসছেন আপনারাও এগিয়ে আসুন। নারী শিক্ষার প্রাধান্য দিয়ে মেয়ে সন্তানদের স্কুলে পাঠান। কারো অবহেলিত না থেকে সামনের দিনগুলো আরও ভালো করবে আমরা আশাবাদী। ভয়কে জয় করতে শিখতে হবে বলে বক্তব্য শেষ করেন। পরে একে একে সকলের বক্তব্যে উন্নয়নমূলক কাজের তাগিদ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা সমাপ্তি করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post