• March 15, 2025

সিন্দুকছড়িতে বসতবাড়ি পুড়ে ছাই

 সিন্দুকছড়িতে বসতবাড়ি পুড়ে ছাই

গুইমারা প্রতিনিধি: গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ডেবলছড়িতে আগুন লেগে মংশিপ্রু মারমা এক ব্যক্তির বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

২১আগষ্ট রবিবার সকাল ৮টায় সিন্দুকছড়ি ইউনিয়নের ৪নং ডেবলছড়ির চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মংশিপ্রু মারমার বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত আগুন লেগে বসতঘরে ছড়িয়ে পড়ে আশে পাশের লোকজন আগুন দেখে দ্রুত নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

মংশিপ্রু মারমার বসত ঘর ও আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে ওই গরিব পরিবারটি ৫সদস্য নিয়ে একেবারে নিঃস্ব হয়ে পথে বসে গেছে। ক্ষতিগ্রস্ত ঘর মালিক মংশিপ্রু মারমা বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। পরিবার-পরিজন নিয়ে এখন কোথায় থাকবো তা ভেবে পাচ্ছি না।

সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেদাক মারমা গরিব পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং ৪নং ওয়ার্ড মেম্বার দুরিং মারমাকে ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠান। মেম্বার দুরিং মারমা বলেন, আগুনে বসতঘর পুড়ে ছাই হওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post