সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৪

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিন সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং ৪ ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। ৩০ আগষ্ট শনিরাবর সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সেনাবাহিনীর সূত্র জানায়।  স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ও অস্ত্র নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামসহ ব্যক্তিদের আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

সূত্র জানায়,  শনিবার আনুমানিক ৮ ঘটিকায় ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন সদর হতে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করে। পরবর্তীতে আসামি ও সকল সরঞ্জামাদি সীতাকুণ্ড মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিদের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি হলো ৬টি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, ১টি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ার, অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি। এসময় আটককৃত ব্যক্তি হলেন,  কামরুল হাসান রেদোয়ান (৫০),পিতার নাম: ফয়েজ আহমেদ, পোস্ট: চনুয়া,থানা: বাঁশখালী, বিভাগ: চট্টগ্রাম,  রুমন (৪৫), পিতার নাম: মোঃ নুরুল আলম, গ্রাম: ফকির ঝুম পাড়া, থানা: মহেশখালী,বিভাগ: কক্সবাজার, মোঃ আশিক (২৫), পিতার নাম: মোঃ মোর্শেদ, গ্রাম: জঙ্গল সলিমপুর,থানা: সীতাকুণ্ড, বিভাগ: চট্টগ্রাম, মোঃ আমির ইসলাম (৪০), পিতার নাম: জয়নাল আবেদিন. গ্রাম: দক্ষিণ হাতিয়া. থানা: হাতিয়া,বিভাগ: নোয়াখালি

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারি ব্যক্তি বা দলের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।