• December 27, 2024

হেলিকপ্টারে লক্ষ্মীছড়ির দুর্গম ভোট কেন্দ্রে গেলো নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ির দুর্গম এলাকার ২টি ভোট কেন্দ্রে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম পাঠানো হলো সেনাবাহিনীর সহায়তায়। ব্যালট পেপার, ব্যালট ব´, সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপিসহ ও যাবতীয় সরঞ্জামাদি ১৬ মার্চ সকাল ১১টার দিকে সেনাবাহিনী লক্ষ্মীছড়ি জোনের সহযোগীতায় বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে পাঠানো হয়।  লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।

এসময় এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস, সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, থানার অফিাসার ইনচার্জ মো: আব্দুল জব্বার, জোনের উপ-অধিনায়ক মেজর মো: মহবুবুর রহমান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল উপস্থিত ছিলেন। শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সারওয়ার ইউসুফ জামাল বলেন, ৪জন পুলিশ, ৮জন আনসার-ভিডিপি, ৪জন মহিলা ভিডিপি ২জন চৌকিদারসহ ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট পোলিং অফিসার ও সহাকারি পোলিং অফিসার মিলে ২৪জনের টিম নিয়ে হেলিকপ্টারে যাচ্ছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য যা যা করার দরকার হবে তাই করবো। দুর্গম এলাকায় হেলিকপ্টারের ব্যবস্থা থাকায় সেনাবাহিনী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।

লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোট কেন্দ্র হলো ১১টি। এবার ৪টি বুথ বাড়িয়ে করা হয়েছে ৪১টি ভোট কক্ষ। দুর্গম ২টি কেন্দ্রে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে েেবিশষ হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়া হলো। কেন্দ্র ২টির ভোটার সংখ্যা হলো শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ৯৩০জনজন। অপরটি হলো বর্মাছড়ি ইউনিয়নে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৯৫৫ জন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার কিরন বিকাশ চাকমা জানান, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ২’শ ৯৯ জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post