১৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলো হামলার শিকার পানছড়ির জয়নাথ
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৮দিন চিকিৎসার পর চট্রগ্রাম জেরারেল হাসপাতাল থেকে বুধবার বাড়ি ফিরেছে খাগড়াছড়ি জেলার সন্ত্রাসী হামলার শিকার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব।
বাড়ি ফেরা উপলক্ষে পানছড়ি উপজেলা আ.লীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে‘র নেতৃত্বে আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জেলা সদরের আলুটিলা এলাকা থেকে দুপুরের দিকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মোটরসাইকেল বহরে মাধ্যমে আহত এই নেতাকে পানছড়ি নিয়ে এসে নিজ বাড়িতে পৌছে দেন।
উল্লেখ্য, গত ৩০শে ডিসেম্বর শুক্রবার রাঁত সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা থেকে বাড়ি ফেরার সময় মোটরসাউকেলে উঠা মাত্রই মুখোশধারীদের হামলায় গুরুতর আহত হয় জয়নাথ দেব।