কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি

শান্তি রঞ্জন চাকমা: কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল এর কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, বেসরকারি সংস্থা আশিকার প্রোগাম সমন্বয়কারি দয়াল চাকমা, হিল ফ্লাওয়ার এর উপজেলা সমন্বয়কারি মিলন চাকমা, সাংবাদিক ঝুলন দত্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে গেছে, সবক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীরা এগিয়ে গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আরোও একধাপ এগিয়ে যাবে। এর আগে একটি র‌্যালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post