লক্ষীছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: গত ৫ সেপ্টেম্বর লক্ষীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. জিয়াউর রহমান। ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের ক্লাস করাবেন। এতে করে প্রশিক্ষণার্থীরা সহজেই এসব বিষয়ে সঠিক ধারনা পাবেন।

এছাড়াও এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে তাদের মাঝে সামাজিক দায়বদ্ধতারও সৃষ্টি হবে বলে জানান এই কর্মকর্তা।

Read Previous

মানিকছড়িতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ভুতরে বিলের প্রতিবাদে মানববন্ধন

Read Next

খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ