স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজ করে দিলো মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার প্রত্যান্ত এলাকা মানিকছড়ি-ছদুরখীল গ্রামীন রাস্তার দুপাশে ঝোঁপ-জঙ্গল পরিস্কার ও ভাঙ্গা গর্তগুলো মাটি ভরাট করে জনসাধারণের চলাচলে সচল করে দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ির ব্র্যাঞ্চ মানিকছড়ি ইউনিটের যুব সদস্যরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় মানিকছড়ির যুব ইউনিটের যুব প্রধান আশরাফুল আলমের নেতৃত্বে সেচ্ছা সেবী একটি টিম কাজ শুরু করে এ রিপোর্ট লেখা পর্যন্ত দিনব্যাপী ২ কিলোমিটারের কাজ চলবে বলে জানিয়েছেন রক্ত বিভাগীয় উপ প্রধান আবু জাফর। তিনি আরো বলেন, এ অঞ্চলের জনসাধারণের চলাচলের দুর্ভোগ নিরসনের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন, যুব প্রধান,আশরাফুল আলম,যুব প্রধান ১ থোয়াইঅংপ্রæ মারমা,যুব প্রধান২ আব্দুল আওয়ালসহ ১৫ জন যুব সদস্যরা। উল্লেখ যে, গত ২৫ মার্চ ২০২০ হতে কভিড ১৯ রোধে সারাদেশের ন্যায় মানিকছড়িতেও জীবানুনাশক স্প্রে করা,মাইকিং করে জনসচেতনতা তৈরি করা,লিফলেট বিতরণ, উপজেলার হত দরিদ্র পরিবারের মাঝে ফুড পেকেজ বিতরণ এবং সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানিয়ে কাজ করে আসছে যুব রেডক্রিসেন্ট,মানিকছড়ি ইউনিটের সদস্যরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post