আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করল লক্ষীছড়ি জোন
স্টাফ রিপোর্টার: গত ১৪ জুন লক্ষ্মীছড়ি উপজেলার বেলতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ক্লাবঘরসহ চারটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার।
১৮জুন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি বলেন, যে কোন মানবিক বিপর্যয়ে লক্ষীছড়ি জোন সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবে এবং শান্তি ও সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা লক্ষিছড়ি জোনের এ মানবিক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেন।