• December 12, 2024

আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টকে লক্ষ্মীছড়িতে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসানকে লক্ষ্মীছড়িতে সংবর্ধনা দিয়েছে হিল আনসার ও ভিডিপির সদস্যরা।

২২ অক্টোবর সোমবার ৪নং ভিডিপি ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। লক্ষ্মীছড়ি উপজেলা আনসার-ভিডিপি অফিসার নারর্গিস আক্তার অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: কামরুল হাসান চৌধুরী শিবলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪ নাম্বার ভিডিপি প্লাটুন কমান্ডার মো: মজিবুর রহমান। এছাড়া দুল্যাতলী ইউনিয়ন দল নেত্রী সীমা আক্তার প্রমুখ। সংগঠনের পক্ষ হতে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে নবনির্মিত ভিডিপি ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি। সবশেষ বিদায়ী অতিথির উদ্দেশ্যে সংগীত পরিবেশেন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান স্বস্ত্রীক সংগীত উপভোগ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post