• July 16, 2025

আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার

পাহাড়ের আলো: বান্দরবানে আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার রাতে বান্দরবান শহরের আবাসিক হোটেল হিলটনের ১০৫ নম্বর কক্ষ থেকে ২টি রাইফেল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানা গেছে।

সূত্র জানায়, একটি আঞ্চলিক সন্ত্রাসীগ্রুপ বান্দরবান শহরের স্থানীয় একটি হোটেলে অস্ত্র এবং এ্যামোনিশন লেনদেন করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দরবান জোন সদরের নিরাপত্তাবাহিনী অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপ অস্ত্র ও গুলি রেখে পালিয়ে যায়। পরে হোটেলের কক্ষ তল্লাসী করে ২ টি একে-২২ রাইফেল। এর মধ্যে ১টি চায়নার তৈরি এবং অপরটি রাশিয়ার তৈরি। এছাড়াও ৪ টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post