• October 8, 2024

আর্ত মানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব

ফটিকছড়ি প্রতিনিধি: হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ও মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প ২৩ আগস্ট-২০১৯, শুক্রবার, মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা, ব্লাড গ্র“প নির্ণয়সহ মেডিসিন ও নানা রোগে আক্রান্ত শত শত দুস্থ গরিবদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

তিনি বলেন, দেশে এখনো বহু মানুষ চিকিৎসা সুবিধা বঞ্চিত। চিকিৎসাসেবাকে গরিব মানুষের দোরগোড়ায় এখনো পৌঁছানো যায়নি। তাই গরিব দুস্থ মানুষের কাছে উন্নত চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি বিত্তবানদেরসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আর্ত মানবতার সেবার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। “আর্ত মানবতার সেবায় মাইজভাণ্ডারী কার্যক্রম” এই শ্লোগানে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট দুস্থ গরিব মানুষের সেবায় বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন। ফ্রি চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন স্ত্রী ও প্রসূতী রোগ অভিজ্ঞ ডা. আঞ্জুমান আরা সবুর, শিশুরোগ অভিজ্ঞ ডা. দিলশাদ জাহান, মেডিসিন অভিজ্ঞ ডা. মাহফুজুল হক, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডা. পারভেজ রানা, নাক কান গলা রোগ অভিজ্ঞ ডা. মো: সাদ্দাম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা নঈম উদ্দীন, হাফেজ মো: কবীর হোসেন, খলীফা মো: সেলিম, হাফেজ মো: আব্দুল নবী প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post