• November 11, 2024

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে ইসিতে আচরণবিধি লংঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর

আলমগীর হোসেন: খাগড়াছড়ি সংসদীয় আসনে সরকার দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার নেতাকমীদের আচরণ বিধি লংঘন, বিএনপি নেতাকর্মীদের পুলিশের হয়রানী, বিএনপি অফিস খুলতে হুমকি ও লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর রবিবার(৯ ডিসেম্বর) চিঠি দিয়েছেন খাগড়াছড়ি ২৯৮ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া।

বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল ইসলামের পাঠানো চিঠিতে বিভিন্ন অভিযোগ এনে বলা হয়েছে, অত্যন্ত দু:খের সাথে আপনাকে জানাচ্ছি যে, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে খাগড়াছড়িতে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি।

খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য হওয়ার পাশাপাশি তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান পদে অধিষ্টিত আছেন। রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরও সে পদ-পদবী ব্যবহার করে তিনি পুলিশের স্কট ও গাণম্যান ব্যবহার করছেন।

চিঠিতে বলা হয়, গত ২৮ নভেম্বর জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কয়েক হাজার নেতাকর্মীসহ বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণ বিধি লংঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া বা কোনো প্রকার সতর্ক করা হয়নি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর এখনো খাগড়াছড়িতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। জেলার নির্বাচনী এলাকার আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অফিসগুলো সরকার দলীয় নেতাদের হুমকিতে এখনো খোলা সম্ভব হয়নি। রামগড় উপজেলার লামকু ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বিএনপির অফিসটি খুলতে দিচ্ছে না আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত ৩০ নভেম্বর রামগড়ে ছাত্রদল নেতা মনির হোসেন, ১৫ নভেম্বর হৃদয়ের উপর হামলা চালানো হয়েছে। গত ২৭ নভেম্বর রামগড় বাজারে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতা আরাফাতের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।

গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে জেলার মানিকছড়ি উপজলার ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেনের উপর ছাত্রলীগের নেতারা হামলা চালিয়ে তাকে গুরতর আহত করেছে।

পুলিশের ভূমিকা নিয়ে চিঠিতে অভিযোগ করে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মো. আব্দুল হান্নান অতি উৎসাহী হয়ে প্রতি রাতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাড়ি-ঘরে অভিযান চালাচ্ছে। ফলে পুলিশের ভয়ে বিএনপির নেতাকর্মীরা এলাকায় আসতে ও নির্বাচনী কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারছে না।

আ’লীগ প্রার্থী সরকারি সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনের কাজে ব্যবহার করছে এমন অভিযোগ করে চিঠিতে বলাহয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নামে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান রয়েছে। উপমন্ত্রী পদমর্যাদার একজন চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পরিষদের সকলে আওয়ামী লীগের নেতা, যারা সকলেই সরকার কর্তৃক অস্থায়ী নিয়োগ প্রাপ্ত। পরিষদের কছে রাষ্ট্রের হস্তান্তরিত ২৪টি সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ চাকরির এসিয়ার দিয়ে থাকেন পরিষদ চেয়ারম্যান। পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সরকারি গাড়িসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণ বিধি লংঘন করছে।

নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে, কোথায় কারা হয়রানি হয়েছে চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয। চিঠিতে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বর্ষপূতি উপলক্ষে র‌্যালিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চেয়ে শ্লোগান দিয়েছে। একই দিন শান্তিচুক্তি উপলক্ষে জেলা সদর ও বিভিন্ন উপজেলার আয়োজিত আলোচনা সভাগুলোতে আওয়ামীলীগের নেতারা তাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রেখে আচরণ বিধি লংঘন করেছেন।

গত ০৫ ডিসেম্বর দিঘীনালা উপজেলা বেতছড়ি ও মেরুং এ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজনের নেতৃত্বে ১৫/২০জন আওয়ামী লীগের কর্মী হামলা চালিয়ে যুবদলের সদস্য মো. রফিকসহ বিএনপির ৮নেতা কর্মীকে আহত করে। ৭ ডিসেম্বর রাত ৮টার দিকে দিঘীনালা উপজেলার কবাখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সি. সহ-সভাপতি জয়নাল আবেদীনের অফিসে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুলের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় একদল কর্মী হামলা চালায় এবং তাকে মারধর করে আহত করে।

৮ডিসেম্বর বিকাল ৪টার দিকে রামগড় উপজেলার কালা ডেবা এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মিন্টু কোম্পানী ও বিএনপির নেতা শাহ আলমসহ নেতাকর্মীদের বাড়ি-ঘরে হানা দিয়ে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়। অন্যথায় টাকা দাবি করে।

৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের কলেজ গেইট এলাকায় সাবেক পৌরসভার ওয়ার্ড কাউন্সিল ও জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলালের নেতৃত্বে ১০/১৫ জন আওয়ামী লীগের কর্মী বিএনপির নেতা বিনোদ কোম্পানী, যুবদল হেলালকে সহ দলীয় নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলে, নচেৎ প্রাণ নাশের হুমকি দেয়। এমতাবস্থায় খাগড়াছড়ি আসনে অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মনে গভীর সংশয় সৃষ্টি হয়েছে।

এসকল অভিযোগ উল্লেখ করে খাগড়াছড়ি আসনে অবাধ ও নিরপেক্ষ, গ্রহনযোগ্য নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ আবেদন করেন বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভুইয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post