মাইসছড়িতে বর্ণমালা আইডিয়াল স্কুল এর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া বর্ণমালা আইডিয়াল স্কুল এর উদ্বোধন ও মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়।

৯ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়া গ্রামে বর্ণমালা আইডিয়াল স্কুলের উদ্বোধন ও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে ইউপি সদস্য মো: আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আ,ন,ম, মাসুম হোসেন। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। স্কুলের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

Read Previous

বেগম রোকেয়া দিবসে মানিকছড়িতে‘জয়িতা’কে সংবর্ধনা

Read Next

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে ইসিতে আচরণবিধি লংঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর