• February 9, 2025

আলুটিলার ‘রিছাং ঝর্নার’ পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র আলুটিলা এলাকার ‘রিছাং ঝর্নার’ পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রীতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রীতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝর্নায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা পাহাড় বেয়ে ঝর্নার উপরের অংশে উঠার চেষ্টা করেন।

এসময় পা পিছলে দুইজনই নিচে পড়ে পানির গভিরে চলে যান। শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয় এবং সাঁতার না জানার কারণে ২জনেই পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post