অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থী অভিভাবক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান ।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের আরো অধিকতর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে । যেহেতু গত বছর পরীক্ষায় উত্তীর্ণ হার ছিলো তুলনামূলক কম । তাই ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার বিকল্প নেই মন্তব্য করে সবাইকে ভালোভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি ।
আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার মোঃ আব্দুল মালেক, পিটিএ কমিটির সভাপতি মোঃ আজম, সদস্য সুলতান আহমদ সহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীরা ।