আল্লামা জালাল উদ্দীন আল কাদেরীর উরসের প্রস্তুতি সভা
রাঙ্গুনিয়া প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর জমেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী (রাহ)-এর ২য় বার্ষিক উরস শরীফ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার এক প্রস্তুতি সভা আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল কাদেরী ফাউন্ডেশন-এর উপদেষ্টা সাবেক কমিশনার মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাবিনেট মেম্বার মুহাম্মদ নূরুল আমিন, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের অধ্যাপক কামাল উদ্দীন আহমদ, নাজিরপাড়া মহল্লা সর্দার জাহাঙ্গীর আলম, ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাশেম, মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ ইসকান্দর আলম, এ এন এম শফিউল বশর, মুহাম্মদ আবুল মনসুর সিকদার, মাহবুবুল আলম ও নাজিরপাড়া সমাজ কমিটির নেতৃবৃন্দ।